Kolkata

সোনার দোকানে ডাকাতির ছক, গ্রেফতার ২

Published by
News Desk

সোনার দোকানে ডাকাতির ছক বানচাল করল পুলিশ। বৃহস্পতিবার রাত প্রায় ৮টা, সন্দেহভাজন কয়েকজন যুবক একসঙ্গে জড়ো হয় সার্ভে পার্ক এলাকায়। পুলিশ সূত্রের খবর, কাছাকাছি কোনও সোনার দোকান লুঠ করাই ছিল তাদের উদ্দেশ্য। সঙ্গে ছিল ধারাল অস্ত্রশস্ত্র। কিন্তু তাদের সেই পরিকল্পনা শেষপর্যন্ত ভেস্তে দেয় পুলিশ। কোনও কিছু করার আগেই গোপনসূত্রে খবর পেয়ে দুষ্কৃতীদের পাকড়াও করতে সমর্থ হয় পুলিশ। ধরা পড়ে ২ জন।

তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। ব্যাগের ভিতরে পাওয়া গেছে একটি ম্যাপ। পুলিশ সূত্রের খবর, কোন দোকানে তারা ডাকাতি করবে তার বিস্তারিত বিবরণ পাওয়া গেছে ওই ম্যাপে। এই ঘটনায় আর কারা জড়িত তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts