Categories: Kolkata

সূর্যের চারপাশে রামধনু, অবাক কলকাতা

Published by
News Desk

সূর্যের চারপাশে রামধনুর বলয় দেখলেন শহরবাসী। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা। মাঝেমধ্যে রোদের দেখা মিললেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফলে গরমের অনুভূতিও ছিল কম। এরমধ্যেই এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের চারপাশে সাতরঙের বলয় দেখতে পাওয়া যায়। যা দেখার জন্য শহরবাসীর মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই কালো চশমা নাকে সেঁটে এই বিরল দৃশ্য চাক্ষুষ করতে ছাদে বা রাস্তায় হাজির হন। আবহবিদদের মতে বায়ুমণ্ডলে মেঘের আকারে বরফের পাতলা চাদর তৈরি হলে বরফ প্রিজমের কাজ করে। ফলে সূর্যের রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে এলে যা হয় তাই হয়েছে। দেখা গেছে রামধনু। যা আসলে অদূর ভবিষ্যতে বৃষ্টির পূর্বাভাসই বহন করছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts