Kolkata

রত্ন ব্যবসায়ীকে দোকানের মধ্যেই শ্বাসরোধ করে খুন

Published by
News Desk

রাত প্রায় ১০টা, জাকারিয়া স্ট্রিটের জাভেরি বাজারের রত্ন ব্যবসায়ী মহম্মদ সেলিমকে নিতে দোকানের সামনে পৌঁছন তাঁর গাড়ির চালক। আগেই মহম্মদ সেলিম জানিয়েছিলেন তিনি সোমবার রাত করে বাড়ি ফিরবেন। দোকানে কাজ আছে। সেইমত রাত ১০টা বাজার পর চালক হাজির হন। দেখেন তাঁর দোকানের শাটার বন্ধ। কিছুটা অবাক লাগে। চালকের দাবি, শাটার খুলে ভেতরে ঢুকে মহম্মদ সেলিমের চেম্বারে তাঁকে মৃত অবস্থায় দেখতে পান তিনি। মুখ টেপ দিয়ে আটকানো। গলায় তার জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।

জোড়াসাঁকো থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান একাধিক দুষ্কৃতী দোকানে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে। দুষ্কৃতীদের মধ্যে কেউ পঞ্চাশোর্ধ ব্যবসায়ীর পরিচিতও হতে পারে। দোকানের বেশ কিছু রত্ন চুরি গিয়েছে। ফলে রত্ন চুরি করতেই খুন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা তদন্ত করে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts