Kolkata

ভাইফোঁটাতেও রেহাই দিল না বৃষ্টি

Published by
News Desk

ভাইফোঁটার সকালেও পিছু ছাড়ল না নিম্নচাপের নাছোড় বৃষ্টি। ভোরের আলো ফোটার পর থেকেই আকাশের মুখ ভার। কালো আকাশ জুড়ে মেঘের পুরু চাদর। ঝমঝমিয়ে বৃষ্টি না হলেও একটা একঘেয়ে ঝিরঝিরে বৃষ্টি টানা চলেছে। চারিদিকে স্যাঁতস্যাঁতে ভেজা ভাব। তারমধ্যেই সকাল থেকে বাড়িতে বাড়িতে ভাইফোঁটার তোড়জোড় শুরু হয়। বাঙালির অন্যতম সেরা উৎসব ভাইফোঁটা। সেই ভাইফোঁটার সকালে বোনেদের হাতে ভাইরা ফোঁটা পেলেন। যমের দুয়ারে হয়তো কাঁটাও পড়ল। কিন্তু কোথাও যেন কিছু একটা অপূর্ণ থেকে গেল। ভেজা মনে ভাইফোঁটা কোথাও যেন তাল কাটল আনন্দে।

উৎসব শেষ। ফের শুরু সেই একঘেয়ে দৈনন্দিন জীবন। তার আগে কালীপুজো থেকে ভাইফোঁটায় না হল প্রাণ ভরে বাজি পোড়ানো। না হল উৎসব পালন। বৃষ্টিতে মাঠে মারা গেল আলোর উৎসব। সেই নাছোড় নিম্নচাপ ছাড় দিল না ভাইফোঁটাকেও। অনেক বোনের কাছে ভাইরা ফোঁটা নিতে যান। বা অনেকে ভাইকে ফোঁটা দিতে আসেন। সেখানে পুরুষদের পরনে যেমন থাকে পাঞ্জাবী, তেমনই মহিলাদের পরনে থাকে সুন্দর শাড়ি। এদিন বৃষ্টি থেকে বাঁচতে সেগুলিকেও এড়িয়ে বৃষ্টিতে সমস্যা না হওয়ার মত পোশাকেই ভাইফোঁটা সেরেছেন অনেকে।

Share
Published by
News Desk