Kolkata

বাইক আরোহীকে ধাক্কা মেরে পালাতে গিয়ে ৬টি গাড়িতে ধাক্কা মারল বেপরোয়া বাস

Published by
News Desk

লেকভিউ মোড়ের কাছে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হলেন এক বাইক আরোহী। আহত ব্যক্তির নাম বিপ্লব দাস। তাঁকে পুলিশ দ্রুত কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। বিপ্লববাবুর অবস্থা আশঙ্কাজনক। বুধবার ঘটনাটি ঘটে দেশপ্রিয় পার্কের কাছে সকাল পৌনে দশটা নাগাদ।

বাইক আরোহীকে ধাক্কা মারার পর পালানোরও চেষ্টা করে ১৮সি রুটের বাসটির চালক। আর তা করতে গিয়ে আরও বিপত্তি ডেকে আনে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ৫টি গাড়ি ও ১টি অ্যাম্বুলেন্সে ধাক্কা মারে সেটি। গাড়িগুলির একপাশ দুমড়েমুচড়ে যায়। যদিও শেষ পর্যন্ত পালাতে পারেনি। বাসের চালক ও কন্ডাক্টরকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts