Kolkata

মহরমের দিন ভাসানে লাগবে পুলিশের অনুমতি

Published by
News Desk

মহরমের দিন বিসর্জন হবে। কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে বলে বৃহস্পতিবার সন্ধের পরই খবর ছড়িয়ে পড়ে। শুক্রবার অবশ্য সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে এদিন নবান্নে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ছিলেন মন্ত্রী থেকে পুলিশ কর্তা থেকে পুজো উদ্যোক্তারা।

বৈঠকে সিদ্ধান্ত হয় যে মহরমের দিন অর্থাৎ একাদশীতে ভাসান দিতে গেলে পুজো কমিটিগুলিকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। তবেই ওদিন ভাসান দিতে পারবে তারা। সেক্ষেত্রে রবিবারের মধ্যেই পুলিশের সঙ্গে তাদের বসতে হবে। পুলিশ তাদের আবেদন শোনার পর তাদের ঠাকুর বিসর্জন কোন পথে করা যায় তা খতিয়ে দেখবে। তারপরই মিলবে অনুমতি।

Share
Published by
News Desk