Kolkata

মোহন ভাগবতের অনুষ্ঠান বাতিল, ক্ষুব্ধ আরএসএস

Published by
News Desk

আগামী ৩ অক্টোবর সিস্টার নিবেদিতার জন্ম সার্ধশতবর্ষ পালনের অনুষ্ঠানের আয়োজন করেছিল ভগিনী নিবেদিতা মিশন ট্রাস্ট। বুক করা হয়েছিল মহাজাতি সদন। অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, আরএসএস প্রধান মোহন ভাগবত। কিন্তু মহাজাতি সদন কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওইদিন মহাজাতি সদন ভাড়া দেওয়া সম্ভব নয়। কারণ ওই সময়ে মহাজাতি সদনের মেরামতির কাজ হয়। কাজ করবে পূর্ত দফতর। সেজন্য দিন দশেক বন্ধ থাকবে প্রেক্ষাগৃহ। ফলে ওই অনুষ্ঠানের জন্য হল ভাড়া দেওয়া সম্ভব নয়।

মহাজাতি সদন কর্তৃপক্ষের এহেন আচরণে ক্ষুব্ধ আরএসএস। তাদের অভিযোগ, অনেক আগে বুক করা সত্ত্বেও এখন আচমকা বেঁকে বসেছে মহাজাতি সদন কর্তৃপক্ষ। এর নিন্দাও করেছে আরএসএস।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts