Kolkata

বড়বাজারে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ি, মৃত বাবা-মা-মেয়ে

Published by
News Desk

অনেক আগেই বড়বাজারের শিবতলা স্ট্রিটের বাড়িটিতে বিপজ্জনক বাড়ির নোটিস ঝুলিয়েছিল পুরসভা। অভিযোগ তারপরও সেখান থেকে ভাড়াটেরা কেউ ওঠার নাম করেননি। তার ফল হল মারাত্মক। মঙ্গলবার সকালে ওই বাড়ির একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মৃত্যু হয় ৯৭ বছরের এক বৃদ্ধের। আহত অবস্থায় তাঁর ৮৪ বছরের স্ত্রী ও ৫৬ বছরের মেয়েকে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁদের মৃত্যু হয়।

বাড়ির একটি অংশ ভাঙলেও দমকলকর্মীরা সুরক্ষার কথা মাথায় রেখে কাউকেই বাড়িতে প্রবেশের অনুমতি দেয়নি। সকালেই ঘটনাস্থলে হাজির হন স্থানীয় বিধায়ক স্মিতা বক্সি। উদ্ধারকাজের তদারকিও করেন। আক্ষেপের সুরেই জানান, আগেই ভাড়াটেদের উঠে যেতে বলা হলেও তাঁরা কেউ ওঠার নাম করেননি। ঘিঞ্জি এলাকায় এমনিই পুরনো বাড়ির সারি। ফলে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।

Share
Published by
News Desk

Recent Posts