Kolkata

বরানগরে তরুণী খুনের কিনারা করল পুলিশ, গ্রেফতার প্রেমিক

Published by
News Desk

গত সোমবার সকালে বরানগরের পালবাড়ি এলাকার একটি ট্যাক্সি স্ট্যান্ড থেকে উদ্ধার হয় রুমা পাল নামে এক গৃহবধূর দেহ। দেহে কোনও আঘাতের চিহ্ন ছিলনা। দেহ পরীক্ষার পর পুলিশ জানতে পারে ওই তরুণীর মৃত্যু হয়েছে বিষক্রিয়া থেকে। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ওই তরুণী মৎস্যজীবী কলোনির যেখানে ভাড়া থাকতেন সেই ঘরে তল্লাশি চালায় পুলিশ। তারপর সূত্র ধরে পৌঁছয় মৃতার স্বামী অর্জুন পালের কাছে।

পুলিশ জানতে পারে ওই তরুণীর পার্থ তালুকদার নামে বরানগরের তাঁতিপাড়ার বাসিন্দা এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তদন্তে পুলিশ এও জানতে পারে প্রেমিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়নের কারণেই খুন হতে হয় রুমা পালকে। খুনে যুক্ত সন্দেহে ইতিমধ্যেই পার্থ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts