Kolkata

স্কুলের লাগামছাড়া ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভ

Published by
News Desk

স্কুলে লাগামছাড়া ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবকদের বিক্ষোভে সরগরম প্রতাপগড়ের কাছে বি ডি মেমোরিয়াল স্কুল। স্কুল চত্বর তো বটেই, এমনকি স্কুলের সামনের রাস্তার ওপরও বিক্ষোভে সামিল হন অভিভাবকরা। তাঁদের দাবি, স্কুল পুজোর সময় অতিরিক্ত যে চার্জ নেয় তা এবার নেবে না আগেই জানিয়েছিল। তার বদলে ফি বাড়ানোর কথাও জানানো হয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে মাসিক বেতনে ফি বেড়েছে হাজারের ওপর।

এমন লাগামছাড়া ফি বৃদ্ধি কিছুতেই মেনে নিতে পারছেন না অভিভাবকরা। তাঁদের আরও অভিযোগ, প্রতি বছরই ইচ্ছেমত স্কুল মাইনে বাড়ায়। এদিকে স্কুল কর্তৃপক্ষ চাপের মুখে বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts