Kolkata

নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে আসছে মোর্চা

Published by
News Desk

নবান্নে মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে থাকছে গোর্খা জনমুক্তি মোর্চা। এদিন মোর্চার তরফে সেকথা স্পষ্ট করে দেওয়া হয়েছে। মোর্চা নেতা বিনয় তামাংয়ের নেতৃত্বে ৫ সদস্যের গোর্খা জনমুক্তি মোর্চার একটি দল নবান্নে আগামী মঙ্গলবারের বৈঠকে হাজির থাকবে। জিএনএলএফ-র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বৈঠক করার কথা বলার পর মুখ্যমন্ত্রী সেই ডাকে সাড়া দিয়ে পাহাড়ের সব দলকেই নবান্নে বৈঠকে বসার আহ্বান জানান।

পাহাড়ে শান্তি ও স্বাভাবিক জনজীবন ফেরাতে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। তবে গোর্খা জনমুক্তি মোর্চা এই বৈঠকে থাকবে কিনা তা তাদের তরফে স্পষ্ট করা হয়নি। আর পাহাড় পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে সেখানে বৈঠকে মোর্চার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। সেদিক থেকে দার্জিলিং, কার্শিয়ং, ডুয়ার্স, কালিম্পং ও তরাইয়ের মোর্চা নেতারা এই বৈঠকে উপস্থিত থাকছেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেরই আশা আগামী মঙ্গলবারের এই বৈঠক থেকে পাহাড়ে শান্তি ফেরার একটা সর্বসম্মত সমাধানসূত্র বার হয়ে আসবে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts