Kolkata

৩ তলা থেকে পড়ে বিমান সেবিকার রহস্য মৃত্যু

Published by
News Desk

নাম ক্লারা বাঞ্চারি। শিলংয়ের বাসিন্দা। পেশায় বিমান সেবিকা। থাকতেন কলকাতার কেষ্টপুরের প্রফুল্ল কানন এলাকার একটি ফ্ল্যাটে। ৩ তলার ফ্ল্যাটের স্লাইডিং জানালা থেকে পড়ে এই তরুণীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রের খবর, ক্লারার এক বান্ধবীর জন্মদিন ছিল মঙ্গলবার। সেই জন্মদিনের পার্টি হচ্ছিল ক্লারার ফ্ল্যাটে। পার্টি চলাকালীনই আচমকা ফ্ল্যাটের জানালা থেকে পড়ে পড়ে যান ক্লারা। ৩ তলা থেকে আছড়ে পড়েন সামনের রাস্তায়। সেখানেই তাঁর মৃত্যু হয়। কিন্তু জানালা থেকে এভাবে পড়ে গেলেন কীভাবে? তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

পার্টিতে থাকা ওই বান্ধবীকে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ। পার্টিতে থাকা আরও ২ জনকে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশের প্রাথমিক অনুমান ওই জানালা দিয়ে সহজে গলে পড়ে যাওয়া সম্ভব নয়। তাহলে কী অন্য কোনও রহস্য লুকিয়ে আছে এই মৃত্যুর পিছনে। সেটা তদন্ত সাপেক্ষ। বিমান সেবিকা ওই তরুণীর মৃত্যু দুর্ঘটনার কারণেই না এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে তা খুঁজে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts