Kolkata

বরানগরে গয়নার দোকানে দুঃসাহসিক চুরি

Published by
News Desk

দোকানের একটাও শোকেস-এ কোনও গয়না নেই। হার, বালা, চুড়ি, কানের দুল থেকে আরম্ভ করে সব ফাঁকা। ফাঁকা হয়ে গেছে লকারও। পড়ে আছে শুধু খালি বাক্সগুলো। একটা সোনার কুচি পর্যন্ত ফেলে যায়নি চোরেরা। দোকানে রাখা ৫০ থেকে ৬০ হাজার টাকা নগদও চুরি হয়ে গেছে। সকালে দোকান খুলতে এসেই আঁতকে ওঠেন দোকানের মালিক। দোকানটিতে সাকুল্যে ৯টি তালা ছিল। সেই ৯টি তালাই ভাঙা হয়েছে। তবেই মিলেছে দোকানে প্রবেশের সুযোগ।

বরানগরের নেতাজি কলোনিতে এমন এক দুঃসাহসিক চুরির ঘটনায় ত্রস্ত এলাকার বাসিন্দারা। এমন ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কীভাবে নিশ্চিন্তে চুরি করে চোরেরা চম্পট দিল, অথচ কারও নজরে পড়ল না তা নিয়ে ধন্ধে বরানগর থানার পুলিশ। এমনকি দোকানের পাশে একটা এটিএম রয়েছে। সেখানে রাত্রদিন প্রহরী থাকেন। তিনিও কিছু টের পেলেন না কেন, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts