Kolkata

শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যমৃত্যু

Published by
News Desk

আত্মীয়, পরিজন, পাড়াপড়শির কাছে এখনও নতুন বউয়ের তকমা মোছেনি। তার আগেই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ। শ্বশুরবাড়ির দাবি আত্মহত্যা করেছেন তিনি। যদিও গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ তাঁদের মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সঠিক কী হয়েছে তা ময়না তদন্তের পরই পরিস্কার হবে।

পুলিশ সূত্রের খবর, মাস ৬ আগে বিয়ে হয়েছিল শ্রাবন্তী মিত্র নামে ওই গৃহবধূর। এমএ পড়তে পড়তেই বিয়ে। বৃহস্পতিবার ছিল এমএ-র রেজাল্ট বার হওয়ার দিন। তার ঠিক আগের দিনই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়াশোনা করা শ্রাবন্তী মিত্রর দেহ।

মেয়েটির বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির তরুণীর পড়াশোনা করা নিয়ে ঘোর আপত্তি ছিল। এই কদিনের বিবাহিত জীবনে একবার জোর করে গর্ভপাতও করানো হয়েছিল ওই গৃহবধূকে। মৃতার বাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে স্বামী বিশ্বদেব মিত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts