Kolkata

নিউ আলিপুরে অশীতিপর বৃদ্ধের রহস্য মৃত্যু

Published by
News Desk

নিউ আলিপুরের অভিজাত পাড়ায় এক অশীতিপর বৃদ্ধের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল। বিশাল বাড়ির যে ঘরে তিনি থাকতেন, সেই ঘর থেকে বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘর লণ্ডভণ্ড অবস্থায় ছিল। প্রথম দেহ দেখতে পান বৃদ্ধের দেখভালের দায়িত্বে থাকা মহিলা আরতি দাস। রবিবার ভোরে তিনি দেখেন বৃদ্ধের ঘরের দরজা খোলা। ভিতরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় ৮২ বছরের বলাই মুখোপাধ্যায় পড়ে আছেন খাটের ওপর। ঘর পুরো তছনছ অবস্থায় রয়েছে।

পুলিশ ও লালবাজারের গোয়েন্দারা এসে বাড়ি পরীক্ষা করতে গিয়ে দেখেন বাড়ির পিছনে একটি ঘোরানো সিঁড়ি রয়েছে। আর সেই সিঁড়ি দোতলায় যেখানে শেষ হয়েছে সেখানে বাড়িতে ঢোকার দরজা ভাঙা। এ থেকে পুলিশের প্রাথমিক অনুমান এই পথেই বাড়িতে ঢোকে দুষ্কৃতীরা। পুলিশ আরতি দাসকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরতি দাসের ছেলে তারক দাসকেও।

Share
Published by
News Desk
Tags: Kolkata News