Kolkata

রাহুলের ওপর আক্রমণ, প্রতিবাদে পথে কংগ্রেস

Published by
News Desk

গুজরাটে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর গাড়িতে হামলার ঘটনার প্রতিবাদে শনিবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন কোণায় প্রতিবাদে সামিল হলেন কংগ্রেস কর্মী সমর্থকেরা। রাস্তায় নেমে প্রতিবাদ দেখান তাঁরা। ফলে কিছু জায়গায় যান চলাচলে বিঘ্ন ঘটে। শুধু রাজ্য বলেই নয়, দেশের বিভিন্ন প্রান্তেও এদিন রাস্তায় নামে কংগ্রেস।

অন্যদিকে এদিন ফের বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছেন রাহুল গান্ধী। তাঁর ওপর আক্রমণের ঘটনার পিছনে বিজেপি-আরএসএস দায়ী বলে আঙুল তুলেছেন তিনি। তাঁর ওপর হামলার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুপ থাকাই স্বাভাবিক ছিল। আর সেটাই হয়েছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাহুল গান্ধীর গাড়িতে পাথর ছোঁড়ার ঘটনা কংগ্রেসকে ফের ময়দানে ফেরার পথ করে দিয়েছে। এখন সেই সুযোগ তারা কতটা কাজে লাগাতে পারে তা তাদের রাজনৈতিক দূরদর্শিতার ওপর অনেকটাই নির্ভর করছে।

Share
Published by
News Desk

Recent Posts