Kolkata

রোজভ্যালির হোটেলে আমানতকারীদের হানা

Published by
News Desk

রোজভ্যালির হোটেলে ব্যাপক ভাঙচুর চালালেন আমানতকারীরা। তছনছ করে দেওয়া হয়েছে হোটেলের ক্যাফেটেরিয়া, রিসেপশন। অন্যান্য ক্ষয়ক্ষতিও হয়েছে। পরে পুলিশ এসে অবস্থা আয়ত্তে আনার চেষ্টা চালালেও পুলিশের সামনেই বিক্ষোভ চলতে থাকে। মিন্টো পার্কের হোটেলটির সামনের রাস্তায় নেমেও বিক্ষোভে সামিল হন আমানতকারীরা। ফলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

আমানতকারীদের দাবি, বছরের পর বছর কেটে যাচ্ছে। কিন্তু তাঁরা কোনও টাকা পাচ্ছেননা। রোজভ্যালির অর্থলগ্নি সংস্থা বাদ দিয়ে বাদবাকি সব সংস্থায় কাজ হচ্ছে। এসব বন্ধ করতে হবে বলে সোচ্চার হন তাঁরা। এদিন ইডি বা সিবিআইকেও কাঠগড়ায় চাপিয়েছেন ক্ষুব্ধ আমানতকারীরা। তাঁদের দাবি, এই দুই সংস্থাও বিষয়টির তদন্তে দেরি করছে। আর তা ইচ্ছে করেই করা হচ্ছে। এদিন বিক্ষোভকারীদের হঠাতে হিমসিম খেতে হয় পুলিশকে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts