Kolkata

ঘণ্টাখানেকের বৃষ্টি ভাসিয়ে দিল কলকাতা

Published by
News Desk

দুপুরে ১ ঘণ্টার ঝেঁপে বৃষ্টি। আর তাতেই জল থৈথৈ কলকাতা মহানগরী। উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন রাস্তায় জল জমে যায়। ফলে থমকে যায় যানবাহনের গতি। অনেক রাস্তায় গাড়ির লাইন চোখে পড়ে।

এমনিতেই মিছিল ও রোজভ্যালির হোটেলে ভাঙচুরকে কেন্দ্র করে এ জে সি বোস রোড ও শিয়ালদহ এলাকায় দুপুরে যানজটের সৃষ্টি হয়। তারওপর বৃষ্টি হাল আরও বেহাল করে দেয়। অনেকেরই গন্তব্যে পৌঁছতে কালঘাম ছুটে যায়। এ জে সি বোস রোড, বেহালা, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া থেকে শুরু করে শহরের বিভিন্ন রাস্তায় জমা জল নামাতে বৃষ্টি থামতেই তৎপর পদক্ষেপ করে কলকাতা পুরসভা।

এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাসে আরও বৃষ্টির কথাই জানানো হয়েছে। বজ্রগর্ভ মেঘ থেকেই এদিন দুপুরে ভেসেছে কলকাতা। এই ধরণের বৃষ্টি আগামী ২৪ ঘণ্টায় আরও হওয়ার সম্ভাবনা রয়েছে। গোটা দক্ষিণবঙ্গেই বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হবে। তবে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির প্রকোপ থাকবে অনেক বেশি। বাদ যাবে না কলকাতাও। একটি ঘূর্ণাবর্ত সক্রিয় থাকায় বৃষ্টি চলবে। সপ্তাহের শেষ ২ দিন শনি ও রবিবারও ভাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Share
Published by
News Desk