Kolkata

বাড়িতে ঢুকে ডাকাতি, টেরও পেলেননা বাসিন্দারা

Published by
News Desk

সিঁথির মোড়ের আটাপাড়া এলাকা। পুরনো পাড়া। জনবহুল এলাকা। এখানে ডাকাতি হতে পারে এমন কথা স্বপ্নেও ভাবতে পারেননা স্থানীয় বাসিন্দারা। সেখানেই বৃহস্পতিবার ভোররাতে মিষ্টির ব্যবসায়ীর ঘরের আলমারি ভেঙে লুঠ হয়ে গেল নগদ প্রায় ৫০ হাজার টাকা ও লক্ষাধিক টাকার সোনা, রূপোর অলঙ্কার। আলমারি খোলা হল, তারমধ্যে থাকা লকার খোলা হল, ব্যাগপত্র লণ্ডভণ্ড করা হল। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঘরে থাকা বাসিন্দারা কেউ ঘুণাক্ষরেও তা টের পেলেন না।

বাড়ির বাসিন্দা বলতে স্বামী-স্ত্রী। তাঁদের অনুমান নিশ্চয়ই ডাকাতরা ঘুমের ওষুধ স্প্রে করে এই কাণ্ড ঘটিয়েছে। না হলে তাঁরা আওয়াজে অবশ্যই জেগে যেতেন। পুরনো বাড়ি। ফলে খোলা বারান্দা। পুলিশের প্রাথমিক অনুমান এই বারান্দা দিয়েই ঢোকে ডাকাতরা। ঘটনার তদন্ত শুরু করেছে সিঁথি থানার পুলিশ। এদিকে পুরনো এই পাড়ায় এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নয়া আতঙ্ক গ্রাস করেছে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts