Kolkata

খালে ডোবা গাড়ি তুলতেই বেরিয়ে এল পা!

Published by
News Desk

বাসন্তী হাইওয়ের ওপর শুক্রবার সকালে টহল দিচ্ছিল পুলিশের একটি ভ্যান। আচমকাই আনন্দপুরের আড়ুডোবা এলাকায় রাস্তার ধারের একটি খালে একটি গাড়ি প্রায় পুরোটাই ডোবা অবস্থায় দেখতে পান তাঁরা। দ্রুত ক্রেন এনে গাড়িটিকে জল থেকে তোলার চেষ্টা করা হয়।

গাড়ির উপরের অংশ একটু ওপরে উঠতেই চালকের আসনের ধারের জানালা দিয়ে একটি পা বেরিয়ে থাকতে দেখেন উদ্ধারকর্মীরা। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর নিয়ে জানতে পারে ওই গাড়িটি একটি প্রকাশনা সংস্থার। সংস্থাকে খবর দেওয়া হয়। পরে গাড়িটি জল থেকে তুলে ফেলা হয়। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ধন্ধে পুলিশ। তদন্ত চলছে।

Share
Published by
News Desk

Recent Posts