Kolkata

কলকাতায় পুরনো বাড়ির একাংশ ধসে মৃত ২

Published by
News Desk

ইন্ডিয়ান মিরর স্ট্রিট। তালতলা থানা এলাকার এই পুরনো পাড়ায় শতবর্ষ পুরনো অনেক বাড়িও বর্তমান। সেখানে বাসিন্দারাও থাকেন। কিছু বাড়িকে কলকাতা পুরসভার তরফে বিপজ্জনক বাড়ির তকমা দেওয়া হয়েছে। ভগ্নপ্রায় চেহারা নিয়ে তবু দাঁড়িয়ে আছে বাড়িগুলি। প্রাণ হাতে বাস করছেন মানুষ। তেমন একটি বাড়ির একাংশ এদিন সকালে ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে যান কয়েকজন।

দমকল ও বিপ‌র্যয় মোকাবিলা দলের কর্মীরা দ্রুত বেশ কয়েকজনকে বার করে আনেন। অন্যদের উদ্ধারে লোহার বিম কাটার জন্য গ্যাস কাটার নিয়ে আসা হয়। বিকেলের দিকে ২ জনকে উদ্ধার করা হয়। এঁদের মধ্যে একজনের নাম হিমাদ্রি পাহাড়ি। মধ্যবয়সী ব্যক্তি। অন্যজন উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলা হনসা সাউ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্থানীয়দের দাবি, একটানা প্রবল বৃষ্টি সহ্য করার পর সোমবার সকালে বাড়িটি নাকি নড়ছিল। তারপরই বাড়ির একাংশ ভেঙে পড়ে।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts