Kolkata

ভাঙল বাড়ি, মৃত শ্রমিক, মুরারিপুকুর ভয়ংকর

Published by
News Desk

বৃষ্টিতে বাড়ি ভেঙে পড়া বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা মর্মান্তিক হলেও নতুন নয়। এমন খবর ফি বছর পাওয়া যায়। কিন্তু একই দিনে একই এলাকায় হওয়াটা কাকতালীয়! সেটাই হল মানিকতলা থানা এলাকার মুরারিপুকুরে।

পুলিশ সূত্রের খবর, এখানে কবিরাজবাগান এলাকায় একটি কারখানায় কাজ করেন লালু নামে এক যুবক। এদিন তিনি বৃষ্টিতে কাকভেজা ভিজে কারখানায় ঢুকে ভেজা গায়েই পাখা চালাতে যান। কিন্তু সুইচে হাত দিতেই বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। আর জি কর হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি তাঁকে। এদিকে ওই মুরারিপুকুরেই সোমবার সকালে একটি পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। যদিও যে অংশটি ভেঙেছে সেখানে কোনও বাসিন্দা না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরই সেখানে হাজির হয় মানিকতলা থানার পুলিশ ও দমকল।

অন্যদিকে হাওড়ার শিবপুরে এদিন বেলার দিকে একটি কারখানার মেশিন চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক শ্রমিকের। কারখানার মধ্যেও জল ঢুকে গিয়েছিল। সেই জলের ওপর দাঁড়িয়েই মেশিন চালু করতে যান তিনি। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Share
Published by
News Desk

Recent Posts