Kolkata

হাতের লেখায় পর্দাফাঁস, বধূহত্যায় ভুটান সীমান্ত থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী

Published by
News Desk

গত ২৮ এপ্রিলের ঘটনা। চিনার পার্কের একটি ফ্ল্যাট থেকে বছর ২৪-এর গৃহবধূ মনিকা সরকারের দেহ উদ্ধার করে পুলিশ। ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। যা দেখে প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলেই মনে করে পুলিশ। কিন্তু তদন্তে নেমে ২ দিন পর ওই সুইসাইড নোট মৃতার বাবাকে দেখাতেই ঘটনা অন্য মোড় নেয়। তিনি জানিয়ে দেন এ হাতের লেখা তাঁর মেয়ের নয়।

পুলিশের সন্দেহ হয় এটা আত্মহত্যা নয়, খুন। এরপর তদন্ত এগোতে থাকলেও মৃতার স্বামী তথ্যপ্রযুক্তি কর্মী শুভঙ্কর সরকার একসময়ে বেপাত্তা হয়ে যান। পুলিশ খোঁজ শুরু করে। অবশেষে ঘটনার ৭৫ দিন পর ভুটান সীমান্তবর্তী চিংমারি চা বাগান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। নিয়ে আসা হয় কলকাতায়। পুলিশ সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার কথা স্বীকারও করেছে।

Share
Published by
News Desk

Recent Posts