Kolkata

হাওড়া ব্রিজে চড়ল মানসিক ভারসাম্যহীন যুবক

Published by
News Desk

ফের সকলের চোখ এড়িয়ে হাওড়া ব্রিজে চড়ে গেল এক মানসিক ভারসাম্যহীন যুবক। তারপর যা হওয়ার তাই হয়েছে। প্রথমে নেমে আসার জন্য মৌখিক আবেদন। তাতে কান না দেওয়ায় অগত্যা তাকে উদ্ধার করতে উপরে উঠতে হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। তাঁরাই ওই যুবককে বেশ কিছুক্ষণের চেষ্টায় পাকড়াও করে নিচে নামিয়ে আনেন।

তবে এই পুরো কর্মকাণ্ডের জেরে সকালে দিনের ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজে যানজট চরমে ওঠে। পুলিশকর্মীরা গাড়ির গতি বজায় রাখার চেষ্টা চালালেও ধীর গতিতে যান চলাচল এড়ানো সম্ভব হয়নি। এদিকে পুলিশ, দমকলকর্মীরা হাজির হয়ে যুবককে পাকড়াও করার দৃশ্য দেখতে বহু মানুষের ভিড় জমে যায় ব্রিজে।

Share
Published by
News Desk

Recent Posts