Kolkata

২ বাসের রেষারেষির বলি ১ মহিলা

Published by
News Desk

২টি বাসের রেষারেষির মাঝে পড়ে মৃত্যু হল ১ মহিলার। ঘটনাটি ঘটেছে সল্টলেকের বিডি ব্লকে। বুধবার সকাল ৭টা নাগাদ বাচ্চাকে স্কুলে ছেড়ে দেওরের বাইকে বাড়ি ফিরছিলেন সোনালি দে। সেসময়ে রাস্তায় ২০১ ও ২১৫ রুটের ২টি বাসের মধ্যে রেষারেষি চলছিল। ২টি বেপরোয়া বাসের মাঝে পড়ে যায় বাইকটি। টাল সামলাতে না পেরে উল্টে যায় সেটি।

রাস্তায় পড়ে যান সোনালি দে ও তাঁর দেওর। একটি বাসের চাকা সোনালিদেবীর ওপর দিয়ে চয়ে যায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর ২টি বাসের চালকই পালিয়ে যায়। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় স্কুলের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

Share
Published by
News Desk

Recent Posts