Kolkata

আগামী ৩ দিন বন্ধ ব্রাবোর্ন রোড

Published by
News Desk

শহরের অন্যতম ব্যস্ত রাস্তা ব্রাবোর্ন রোড। সেই রাস্তাই আগামী ৩ দিনের জন্য বন্ধ থাকছে। ‌যাঁরা ব্রাবোর্ন রোড দিয়ে যেতে চান তাঁদের স্ট্র্যান্ড রোড দিয়ে গাড়ি নিয়ে যাতায়াতের পরামর্শ দিয়েছে প্রশাসন। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ এখন গতি পেয়েছে। দ্রুত এগোচ্ছে কাজ। সেই কাজের জন্যই ব্রাবোর্ন রোড বন্ধ করা হচ্ছে। শুক্রবার রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে রাস্তাটি। তবে উইকএণ্ড হওয়ায় চাপ কিছুটা হলেও কম থাকবে এই সদাব্যস্ত রাস্তায়। ফলে সমস্যা হয়তো কিছুটা হলেও কম হবে।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts