Kolkata

ফের সংবাদে অ্যাপোলো, এবার আগুন

Published by
News Desk

সোমবার সকাল ৯টা। বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালের দোতলার অপারেশন থিয়েটার থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। আগুনের আতঙ্ক ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন হাজির হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে একঘণ্টা কেটে যায়। দমকলের দাবি, একটি অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য মাথার ওপর যে আলো ব্যবহার করা হয়, সেখান থেকেই আগুন ছড়ায়। শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। এদিকে অ্যাপোলো কর্তৃপক্ষের দাবি, অপারেশন থিয়েটারে আগুন লাগার পরই হাসপাতালের কর্মীরা সেই আগুন নিভিয়ে ফেলেন। দমকল আসার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। যেহেতু নিয়ম তাই দমকলকেও খবর দেওয়া হয়। তবে আগুনে হাসপাতালের কোনও রোগী বা কর্মীর কোনও সমস্যা হয়নি।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts