Kolkata

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম কলকাতা, প্রথম দশে দাপট জেলার

Published by
News Desk

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল বিড়লা হাইস্কুলের দেবাদিত্য প্রামাণিক। দ্বিতীয় দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের আইরিন ঘোষ, তৃতীয় হয়েছে রাজস্থানের কোটা থেকে হর্ষিত কেডিয়া। রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌমিক দাস চতুর্থ ও বেলঘড়িয়া অ্যাডামাসের অর্ণব জানা পঞ্চম স্থান পেয়েছে। ষষ্ঠ স্থান দখলে গেছে কলকাতার স্কুল সাউথ পয়েন্টের সাগ্নিক ভট্টাচার্যের। সপ্তম স্থানে কোচবিহারের জেনকিন্স স্কুলের দেবমাল্য সরকার। অষ্টম হয়েছে কল্যাণী এক্সপেরিমেন্টাল স্কুলের তৃপ্তেশ বিশ্বাস। নবম শান্তিনিকেতন টেকনো ইন্ডিয়া স্কুলের উৎকর্ষ জৈন। দশম স্থান পেয়েছে ফের সাউথ পয়েন্ট। সাউথ পয়েন্টের সায়ন চক্রবর্তী দশম স্থান পেয়েছে। এবার জয়েন্টে উচ্চমাধ্যমিক বোর্ডের ছাত্রছাত্রীদের চেয়ে সিবিএসই বোর্ডের ছাত্রছাত্রীদের সার্বিক ফলাফল ভাল হয়েছে। আগামী বছর জয়েন্ট হবে ২২ এপ্রিল।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts