Kolkata

কলেজ স্ট্রিটের নামী শাড়ির দোকানে ভাঙচুর, গ্রেফতার ১

Published by
News Desk

রাস্তার ওপর ছড়িয়ে আছে শাড়ির দোকানের নাম লেখা ব্যানার। তছনছ অবস্থা। এভাবে শাড়ির দোকানে ভাঙচুরের ঘটনায় স্থানীয় ১ ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। বাকিদের সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করেছে পুলিশ। তাদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সূত্রের খবর, পাড়ায় ক্রিকেট প্রতিযোগিতার জন্য ওই শাড়ির দোকানের মালিকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা চায় ক্লাব। গত মাসে এই চাঁদা চাওয়া হয়। কিন্তু অত টাকা চাঁদা দিতে রাজি হননি দোকান মালিক। অভিযোগ তার জেরেই এই হামলা। ধৃত ক্লাব সদস্যের বিরুদ্ধে হুমকি, মারধর, তোলাবাজি সহ বেশ কিছু ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts