Kolkata

রাজ্যে পাস-ফেল ফেরানোর দাবিতে ডিএসও-র অভিযান, ধুন্ধুমার

Published by
News Desk

গত সপ্তাহে বাম ও বিজেপির নবান্ন বা লালবাজার অভিযান ঘিরে কলকাতাবাসীর নাভিশ্বাস উঠেছিল। এ সপ্তাহের শুরুতেই এবার সেই একই পথে হেঁটে পথে নামল ডিএসও। রাজ্যে পাস-ফেল ফেরানোর দাবি তুলে এদিন দুপুরে বিধানসভা অভিযান করেন ডিএসও কর্মী সমর্থকেরা। জোর করে বিধানসভায় ঢোকার চেষ্টা করলে তাঁদের পথ আটকায় পুলিশ। স্লোগান দিতে দিতে বিধানসভার উঁচু রেলিং বেয়ে উঠে বিধানসভায় ঢোকার চেষ্টা করেন ডিএসও কর্মীরা। অবস্থা সামলাতে পুলিশ লাঠিচার্জ করে। শুরু হয় ধুন্ধুমার। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলার পর বেশ কয়েকজন ডিএসও কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় বেশ কয়েকজন ডিএসও কর্মী আহত হয়েছেন।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News