Kolkata

বিনা প্ররোচনায় লাঠিচার্জ হয়েছে : বিমান বসু

Published by
News Desk

কোনও প্ররোচনা ছাড়াই শান্তিপূর্ণ মিছিলে যথেচ্ছ লাঠিচার্জ করেছে পুলিশ। ছোঁড়া হয়েছে কাঁদানে গ্যাস। নবান্ন অভিযানে রাস্তা আটকালে সেখানেই অবস্থান শুরু করা হত। কিন্তু পুলিশ প্ররোচনা দিয়ে এদিন অবস্থা উত্তপ্ত করেছে। এদিন বামেদের নবান্ন অভিযানের মিছিলে নেতৃত্ব দিয়ে এমনই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এদিন বামেদের যতজনকে গ্রেফতার করা হয়েছে তাঁদের নিঃশর্ত মুক্তিরও দাবি জানান তিনি। অন্যদিকে রাজ্যে আমজনতা সুখে নেই বলে দাবি করে সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের হুঁশিয়ারি, রাজ্যের মানুষ যতদিন অশান্তিতে ভুগবেন বামেরা মুখ্যমন্ত্রীকে শান্তিতে থাকতে দেবে না। যদিও বামেদের নবান্ন অভিযান নিয়ে কটাক্ষই করছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি, রাজ্যে বামেদের অস্তিত্ব বিপন্ন, তাই এবার নবান্নের সামনে এসে অস্তিত্ব জাহিরের চেষ্টা করছেন তাঁরা।

 

Share
Published by
News Desk

Recent Posts