Kolkata

অফিস জিমে ট্রেডমিলে ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু

Published by
News Desk

সকালে অফিসেরই জিমে ট্রেডমিল করার সময় নাক দিয়ে রক্ত পড়ে মৃত্যু হল অমর এম নামে এক তথ্যপ্রযুক্তি কর্মীর। তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। এই অবস্থায় অফিসের কাছেই থাকা একটি অ্যাম্বুলেন্সে কাছের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যান তাঁর সহকর্মীরা। কিন্তু লাভ হয়নি। চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। বছর ২৫-এর ওই ইঞ্জিনিয়ার নিউটাউনে তাঁর অফিসের জিমে সকালে সময় কাটাতেন। থাকতেন তাঁর অন্য সহকর্মীরাও। রোজকার মত এদিনও তিনি ট্রেডমিল করছিলেন। হঠাৎ কেন এদিন তাঁর নাক দিয়ে রক্তক্ষরণ হল তা এখনও পরিস্কার নয়। পুলিশ তদন্ত শুরু করেছে।

 

Share
Published by
News Desk

Recent Posts