Kolkata

দেশদ্রোহিতার অভিযোগে শাহি ইমাম পদ থেকে অপসারিত বরকতি

Published by
News Desk

টিপু সুলতান মসজিদের শাহি ইমাম পদ থেকে মৌলানা নূরউর রহমান বরকতিকে অপসারিত করল মসজিদের ট্রাস্টি বোর্ড। জাতীয়তা বিরোধী মন্তব্যের গুরুতর অভিযোগ রয়েছে তাঁর ওপর। এ ধরণের মন্তব্য করে বরকতি দেশ ও তাঁর সম্প্রদায়ের অমর্যাদা করেছেন বলে এদিন অভিমত প্রকাশ করেন টিপু সুলতান মসজিদের ট্রাস্টি বোর্ডের প্রধান শাহজাদা আনওয়ার আলি শাহ। বরকতির মন্তব্য তাঁর সম্প্রদায়ের প্রতি বিশ্বাসঘাতকতার সামিল বলে দাবি করেছেন আনওয়ার আলি শাহ। প্রসঙ্গত ভারতে কারও গাড়িতে লালবাতি ব্যবহার নিষিদ্ধ হওয়ার পরও বরকতি তাঁর গাড়ি থেকে লালবাতি সরাতে রাজি হননি। তা নিয়ে জল ঘোলাও হয়। পরে অবশ্য তিনি লালবাতি সরিয়ে নেন। জানান কোনও রাজনৈতিক চাপে নয়, আইন মেনেই লালবাতি সরিয়েছেন তিনি। এছাড়াও নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছিলেন টিপু সুলতান মসজিদের সদ্য প্রাক্তন শাহি ইমাম।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts