Kolkata

ফের বড়বাজারে আগুন, নেভাতে এসে বিস্ফোরণের শিকার ৮ দমকলকর্মী

Published by
News Desk

আগুন নেভাতে এসে আহত হলেন ৮ দমকলকর্মী। এঁদের মেডিক্যাল কলেজে ভর্তি করতে হয়। অনেকেরই দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বিস্ফোরণে রক্তাক্ত হতে হয়েছে। বুধবার সকালে বড়বাজারের পর্তুগিজ চার্চ স্ট্রিটে একটি ডিটারজেন্ট তৈরির কারখানায় আগুন লাগে। সেখানে তখন ফিনাইল থেকে শুরু করে বাড়ি পরিস্কার করার বিভিন্ন জিনিস প্রচুর পরিমাণে মজুত ছিল। আগুন নেভাতে ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৪টি ইঞ্জিন। দমকলকর্মীরা আগুন নেভাতে ভিতরে প্রবেশ করেন। তখনই আগুনে লেগে রাসায়নিক ভর্তি ড্রাম বা বোতল ফাটতে শুরু করে। বড় ধরণের জখমের শিকার হন আশপাশে থাকা ৮ দমকলকর্মী। দ্রুত তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।

 

Share
Published by
News Desk

Recent Posts