ফাইল : কলকাতায় ইলেকশন কমিশনের অফিস
পুরভোটে অশান্তির অভিযোগ করে ভোট বাতিলের দাবিতে বেলা গড়াতেই সুর চড়ায় কংগ্রেস-সিপিএম। ভোটে অস্বচ্ছতারও দাবি তোলে তারা। এদিনের ভোট নিয়ে অভিযোগ জানাতে এদিন রাজ্য নির্বাচন কমিশনের সামনে দুপুরে একত্র হন বাম ও কংগ্রেস নেতারা। ছিলেন দুই দলের কর্মী সমর্থকরাও। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করতে আবেদন জানান তাঁরা। কিন্তু সেই আবেদন গ্রাহ্য না হওয়ায় কমিশনের দফতরের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে দফতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা।
পুলিশ তাঁদের রোখার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তৈরি হয় উত্তেজনা। এরপর কমিশনের দফতরের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করেন বাম ও কংগ্রেস কর্মী সমর্থকেরা। যদিও এতকিছুর পরও কমিশনের দফতরে সামান্য সময়ের জন্য ঢোকারও ছাড়পত্র পাননি ২ দলের নেতারা।