Kolkata

ফ্যান্সি মার্কেটের কাছে মধ্যরাতে ফুটপাথে ট্রেলার, মৃত ১ শিশু

Published by
News Desk

খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের কাছে ট্রেলারে পিষ্ট হয়ে মৃত্যু হল এক পথশিশুর। আহত আরও ৩ জন। এদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ১ জন কিশোর মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে সোমবার রাত ২টো নাগাদ। বন্দরের দিক থেকে ছুটে আসছিল ২টি ট্রেলার। একটি ট্রেলার অপরটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে ফুটপাথে। ফুটপাথে তখন ঘুমচ্ছিল ৪ জন। তাদের ওপর চড়ে যায় ট্রেলারটি। ৬ বছরের শিশু মহম্মদ শাহিদ চাকায় জড়িয়ে যায়। বাকিরা ধাক্কায় আহত হয়। শাহিদকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রেলারটিকে আটক ও তার চালককে গ্রেফতার করেছে পুলিশ।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts