এক আরপিএফ জওয়ানের বন্দুক থেকে চালান গুলিতে অন্য এক জওয়ান গুরুতর আহত হন। তাঁর পায়ে গুলি লাগে। মৃন্ময় নামে ওই জওয়ানকে বিআর সিং হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানিয়েছে, তরুণ দাস নামে এক জওয়ানের বন্দুক থেকে গুলি চলে। তরুণ দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তিনি গুলি চালাননি বলে দাবি করেছেন তরুণ। সেক্ষেত্রে আত্মহত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেনা পুলিশ।
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আলাদা করে একটি তদন্ত কমিটি গঠন করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।