Kolkata

পাড়ায় বহিরাগতদের হাতাহাতি, সামলাতে গেলে পাড়ার যুবকের গায়ে গায়ে গরম জল

Published by
News Desk

দোলের দিন পাড়ার চায়ের দোকানে বসে চায়ের ভাঁড়ে অলস চুমুক দিচ্ছিলেন যাদবপুরের শ্রীকলোনির বাসিন্দা চিরঞ্জিত দে। এই সময়ে পাড়ায় বেশ কয়েকজন বহিরাগত যুবক ঢুকে পড়ে। রঙ খেলে মত্ত অবস্থায় তারা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পাড়ায় এই অশান্তি দেখে অবস্থা সামাল দিতে এগিয়ে যান মধ্যবয়সী চিরঞ্জিত। অভিযোগ চিরঞ্জিতের মধ্যস্থতা পছন্দ হয়নি তাদের। যে চায়ের দোকানে বসে চিরঞ্জিত চা খাচ্ছিলেন সেখান থেকেই গরম জলের কেটলি এনে চিরঞ্জিতের গায়ে ঢেলে দেয় মত্ত যুবকরা। অনেকটাই পুড়ে যান চিরঞ্জিত। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তরা পলাতক। পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

 

Share
Published by
News Desk

Recent Posts