Kolkata

ম্যাকডি-তে ফের খাদ্যবিভ্রাট, ফ্রেঞ্চফ্রাইয়ের মধ্যে টিকটিকির অভিযোগ

Published by
News Desk

ম্যাকডোনাল্ডস। চলতি ভাষায় ম্যাকডি। বহুজাতিক এই ফাস্টফুড ব্র্যান্ডের অনেকগুলি আউটলেট রয়েছে কলকাতায়। কিন্তু তাদের বহুমূল্য খাবারদাবার নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। যেমন উঠল গত বৃহস্পতিবার। ম্যাকডোনাল্ডসে মেয়েকে নিয়ে খেতে আসেন ৬ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। অভিযোগ তাঁদের অর্ডার দেওয়া ফ্রেঞ্চফ্রাইয়ের মধ্যে একটি ভাজা টিকটিকি দেখে শিউরে ওঠেন মা-মেয়ে। তৎক্ষণাৎ সেই টিকটিকি শুদ্ধ খাবারের ছবি তুলে নেন তাঁরা। পুলিশে অভিযোগও দায়ের করেন। এভাবে বারবার অভিযোগ ওঠে তাদের খাবার নিয়ে। তবু কেন মূলত আধুনিক প্রজন্মের পছন্দের ম্যাকডি-র কর্তৃপক্ষ আরও একটু যত্নবান হচ্ছেন না তা নিয়ে বিস্মিত অনেকেই।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News