Kolkata

টাকা ফেরত দূরস্ত! বন্ধক দেওয়া এফডি ফেরাতে রায় পরিবার মেটাল ২.৯০ লক্ষ টাকা!

Published by
News Desk

এদিন অ্যাপোলো হাসপাতালে ফুলবাগান থানার পুলিশ হাজির হয়। ডানকুনির যুবক সঞ্জয় রায়ের মৃত্যু নিয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করে ফুলবাগান থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তদন্তে যায় পুলিশ। এদিকে এই অভিযোগ খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতরও। ঘটনার পর চাপের মুখে অ্যাপোলো কর্তৃপক্ষ জানিয়েছিল সঞ্জয় রায়ের পরিবারকে চিকিৎসার খরচ ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু এদিন ঘটল উল্টোটাই। বন্ধক হিসাবে রাখা এফডি ছাড়াতে সঞ্জয়ের পরিবারকেই বরং ২ লক্ষ ৯০ হাজার টাকা মিটিয়ে আসতে হল হাসপাতালে। এমনকি টাকা মেটানোর সময় তাঁকে দিয়ে একটি অন্য কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা হয় বলেও দাবি করেছেন মৃতের স্ত্রী।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts