Kolkata

মদ্যপানের প্রতিবাদ করায় তরুণীকে মারধর, শ্লীলতাহানি

Published by
News Desk

নিউটাউনের হাতিয়াড়ার ৩০সি/১ বাস স্ট্যান্ডের কাছে একটি জায়গায় কয়েকজনকে মদ্যপান করতে দেখে শনিবার রাতে প্রতিবাদ করেন স্থানীয় এক তরুণী। যার জেরে হেনস্থা থেকে মারধর সবকিছুরই শিকার হতে হল তাঁকে ও তাঁর পরিবারকে। অভিযোগ প্রতিবাদ করতে পাল্টা ওই তরুণীর দিকেই তেড়ে আসে দুষ্কৃতীরা। শুরু হয় তার জামাকাপড় ধরে টানাটানি, মারধর। মেয়েকে প্রতিবাদের মাশুল গুনতে দেখে ছুটে আসেন বাবা। কিন্তু মত্ত যুবকদের মার থেকে রেহাই পাননি তিনিও। মেরে তাঁর মাথা ফাটিয়ে দেয় তারা। পরে পুলিশে অভিযোগ দায়ের করেন বাবা ও মেয়ে। অভিযোগ পুলিশে জানানোয় এদিন সকালে ওই তরুণীর বাবার দোকানেও ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ১ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এলাকায় ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে।

 

Share
Published by
News Desk

Recent Posts