Kolkata

পুলিশ হেফাজতে মৃত অভিযুক্ত!

Published by
News Desk

লজ্জা না শারীরিক অসুস্থতা, নাকি একদম অন্য কারণ? ময়নাতদন্তের আগে কিছুই পরিস্কার নয়। তবে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত এক মহিলার অভিযোগ ঘিরে। সিঁথি থানায় ওই মহিলা অভিযোগ করেন তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছেন বছর ৫৫-র এক ব্যক্তি। অভিযোগ পাওয়ার পর সিঁথি থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। কিন্তু গ্রেফতারের কিছুক্ষণের মধ্যেই তাঁকে নিয়ে আর জি কর হাসপাতালে ছোটে পুলিশের গাড়ি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ হেফাজতে এভাবে এক ব্যক্তির মৃত্যুতে স্বাভাবিকভাবেই পুলিশের দিকে আড়চোখে চাইছেন সকলে। এমন কী হল থানায় যে লোকটা মরেই গেল? প্রশ্ন উঠতে শুরু করে। সূত্রের খবর, গ্রেফতারের পরই নাকি অসুস্থ বোধ করেন ওই ব্যক্তি। তারপরই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ।

 

Share
Published by
News Desk

Recent Posts