Kolkata

বাগুইআটিতে স্কুল ভাঙল প্রোমোটার, পরীক্ষার কী হবে? পড়ুয়াদের চোখে জল

Published by
News Desk

বাগুইআটির লীলাদেবী মেমোরিয়াল স্কুল। স্কুলটি যাঁর জমিতে তৈরি, সম্প্রতি সেই ব্যক্তির কাছ থেকে স্কুলের জমি কিনে নেন স্থানীয় এক প্রোমোটার মিজানুর রহমান। এরপর গত শুক্রবার রাত থেকে শুরু হয় স্কুল ভাঙার কাজ। কোনও আগাম নোটিস ছাড়াই। প্রোমোটারের পক্ষ থেকে স্কুলকে কোনও নোটিস না দেওয়ায় শনিবার সকালে যথারীতি স্কুলে আসেন শিক্ষক থেকে পড়ুয়া। স্কুল ভাঙা হচ্ছে দেখে অবাক প্রধান শিক্ষক প্রতিবাদ জানান। অভিযোগ প্রতিবাদ করায় তাঁকে ব্যাপক মারধর করে প্রোমোটারের দলবল।

এদিকে এভাবে আচমকা এত পড়ুয়ার ভবিষ্যৎ অন্ধকার করে স্কুল ভাঙার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পড়ুয়াদের অনেককেই কাঁদতে দেখা যায়। সামনেই ফাইনাল পরীক্ষা। সে পরীক্ষা দেওয়া হবে না বলেও আতঙ্কে কাঁদতে থাকে তারা। ক্ষোভে রাজারহাট রোড দীর্ঘক্ষণ অবরোধ করে রাখেন অভিভাবক ও পড়ুয়ারা। অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়েন স্থানীয় কাউন্সিলর স্বাতী বন্দ্যোপাধ্যায়। পরে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণ করে। অভিযুক্ত প্রোমোটার মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk

Recent Posts