Categories: Kolkata

নিউটাউনে গ্রেফতার ৫ দুষ্কৃতি, কালিয়াচকে আক্রান্ত পুলিশ

Published by
News Desk

নিউটাউন থেকে গ্রেফতার হল পাঁচ দুষ্কৃতি। এদের মধ্যে কুখ্যাত দুষ্কৃতি রমেশ মজুমদারও রয়েছে। এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।

ভোটের আগে এই পাঁচ দুষ্কৃতি কেন জমা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান ভোটের আগে অশান্তি ছড়ানোই ছিল এদের পরিকল্পনা।

এদিকে এদিন কালিয়াচকে আক্রান্ত হন কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। জাল নোট উদ্ধার করতে গেলে তাদের ওপর চড়াও হয় দুষ্কৃতিরা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান কমবেশি আহত হয়েছেন।

Share
Published by
News Desk