Kolkata

হোটেলের ঘরে জাপানির রহস্যমৃত্যু

Published by
News Desk

নিউটাউনের অভিজাত একটি হোটেলের ঘর থেকে উদ্ধার হল জাপানি ইঞ্জিনিয়ারের দেহ। মৃতের বয়স ৬৫ বছর। কর্মসূত্রেই কলকাতায় এসেছিলেন তিনি। উঠেছিলেন এই বিলাসবহুল হোটেলের আটতলার একটি ঘরে। যে সংস্থার কাজে তিনি কলকাতা আসেন সেই সংস্থার তরফে ওই ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর দিক থেকে উত্তর না মেলায় তাঁরা হোটেলের সঙ্গে যোগাযোগ করেন। হোটেল কর্তৃপক্ষ দরজা খুলে দেখেন ওই ব্যক্তি খাটের ওপর পড়ে আছেন। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। হোটেলের সিসিটিভি ফুটেজ ও হোটেলকর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

 

Share
Published by
News Desk