Kolkata

আয়কর আধিকারিকের সঙ্গে ঘনিষ্ঠতা, বিতস্তার মৃত্যুর জন্য তাকে দায়ী করল পরিবার

Published by
News Desk

অভিনেত্রী বিতস্তা সাহার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ফের চাঞ্চল্যকর মোড়। পুলিশ সূত্রের খবর, বুধবার গরফা থানায় বিতস্তার মা একটি অভিযোগ দায়ের করেছেন। সেই অভি‌যোগপত্রে বিতস্তার সঙ্গে এক আয়কর আধিকারিকের সম্পর্কের কথা জানিয়ে ওই ব্যক্তিকে বিতস্তার মৃত্যু জন্য দায়ী করেছেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু হয়েছে। বিতস্তার পরিবারের দাবি, ওই আয়কর আধিকারিকের সঙ্গে বিতস্তার সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু পরে বিতস্তা জানতে পারেন ওই ব্যক্তি বিবাহিত। ফলে তিনি দূরে সরে যান। এরপরও নাকি ওই ব্যক্তি বিতস্তার সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এদিকে পুলিশ তদন্তে নেমে অন্য একটি বিষয়ও উড়িয়ে দিচ্ছে না। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে বেশ কিছুদিন ধরেই পছন্দমত কাজ না পেয়ে হতাশায় ভুগছিলেন বিতস্তা। এখন হতাশা, না সম্পর্কের টানাপোড়েন কেড়ে নিল বিতস্তার প্রাণ। সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts