Kolkata

অভিনেত্রীর রহস্য মৃত্যু

Published by
News Desk

বাইপাসের ধারে দক্ষিণ কলকাতার একটি আবাসন থেকে উদ্ধার হল এক মডেল তথা অভিনেত্রী বিতস্তা সাহার দেহ। মঙ্গলবার সন্ধেবেলা বিতস্তার দেহ তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। ঝুলন্ত অবস্থায় উদ্ধার ওই তরুণীর হাতের শিরা কাটা ছিল। মেঝেতে পড়েছিল একটি ব্লেড।

পুলিশের প্রাথমিক অনুমান, বিতস্তার মৃত্যু হয়েছে দু-তিনদিন আগেই। তবে সঠিক সময় ময়নাতদন্তের পরই জানা যাবে। এদিকে বেশ কিছুদিন ধরেই বিতস্তা মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর মায়ের সঙ্গে ৩ দিন আগে শেষ দেখা হয় বিতস্তার। তারপর থেকেই তাঁর ফোন পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেয় তাঁর পরিবার। গরফা থানার পুলিশ এসে ফ্ল্যাট থেকে দেহ উদ্ধার করে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে বিতস্তার কললিস্ট ও সোশ্যাল নেটওয়ার্কের পোস্ট।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts