Kolkata

কসবায় বোমাবাজি

Published by
News Desk

শৌচাগার ব্যবহারকে কেন্দ্র করে গণ্ডগোলের সূত্রপাত। সেই গণ্ডগোল গড়াল হাতাহাতি, ধারালো অস্ত্রের কোপ, বোমাবাজি পর্যন্ত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ২ জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে কসবার তালবাগান এলাকায়। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, শৌচাগার ব্যবহার নিয়ে বচসা আসলে ছুতো। আসল কারণ এলাকা দখলের লড়াই। সেই কারণেই এদিন দুই দলের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। স্থানীয়দের কয়েকজনের অভিযোগ ঝামেলার সময় তাদের এলাকার ২ যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বোমাবাজিও করা হয়। ঘটনার জেরে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ।

 

Share
Published by
News Desk

Recent Posts