Kolkata

বাড়ি বিক্রি করতে চাপ, বৃদ্ধ-বৃদ্ধাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রোমোটার

Published by
News Desk

সল্টলেকের সিডি ব্লক। এখানেই একটি বাড়ির মালিক এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। বাড়ির বাসিন্দা বলতে ওই অধ্যাপক ও তাঁর স্ত্রী। বৃদ্ধ-বৃদ্ধার সঙ্গে ওই বাড়িতে ভাড়া থাকতেন একজন। তিনি হালে চলে গিয়ে নিজের জায়গায় আর একজনকে বসিয়ে যান। অভিযোগ সেই ব্যক্তি নিজেই প্রোমোটার। ওই বাড়ি বৃদ্ধ-বৃদ্ধাকে ছেড়ে দিতে চাপ দিতে থাকে সে। তারপর শুরু হয় মারধর। এমনকি বৃদ্ধের কাছ থেকে ১ কোটি টাকাও চায় অভিযুক্ত প্রোমোটার। অত্যাচারে অসহ্য হয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন ওই অবসরপ্রাপ্ত অধ্যাপক। কিন্তু অভিযোগ দায়ের হতেই চম্পট দেয় প্রোমোটার। সোমবার সে ফের ফিরে আসে ওই বাড়িতে। সেই খবর পুলিশের কাছে পৌঁছতেই তাকে গ্রেফতার করে পুলিশ।

 

Share
Published by
News Desk

Recent Posts