Kolkata

ভাঙড়কাণ্ডে কলকাতায় মহামিছিল

Published by
News Desk

ভাঙড়কাণ্ডে সোমবার কলকাতায় মহামিছিল করল ভাঙড় সংহতি মঞ্চ। কয়েকদিন আগেই নকশাল নেতা অলীক চক্রবর্তী জানিয়েছিলেন ভাঙড় নিয়ে কলকাতায় মহামিছিল হবে। সেই মত এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হয়। মিছিলে পা মেলান বহু সমাজকর্মীও। তাঁদের দাবি, কোনও মৌখিক আশ্বাস নয়, হয় সরকারকে বিজ্ঞপ্তি প্রকাশ করে পাওয়ার গ্রিডের কাজ পাকাপাকিভাবে বন্ধ করতে হবে। সেইসঙ্গে ছাড়তে হবে ভাঙড়কাণ্ডে গ্রেফতারদের। এছাড়া ভাঙড়ে অশান্তির দিন যে ২ জন গুলিতে মারা গেছেন তাঁদের হত্যাকারীদের চিহ্নিত করারও দাবি তুলেছেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাঁদের দাবি, পুলিশ যখন বলছে তারা গুলি চালায়নি তবে কে গুলি চালাল তা তদন্ত করে দেখতে হবে প্রশাসনকে। এদিন মিছিলে অনেক ছাত্রছাত্রীকেও পা মেলাতে দেখা যায়।

 

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts